ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমের ফাঁদে পড়ে গণধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
গ্রেফতার আসামিরা হলেন প্রেমিক তানজিন, ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ির মো. শাহীন, পশ্চিম মেড্ডার ইসমাইল মিয়া, আশুগঞ্জের তালশহরের সহিদ মিয়া, সরাইলের রসুলপুর গ্রামের রুবেল মিয়া, স্বর্ণালংকারের ক্রেতা মজলিশপুরের সুভাষ দেবনাথ।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুরের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে আখাউড়া উপজেলার রানীখার গ্রামের আবু মুসার ছেলে তানজিন ভূঁইয়ার। গত ৮ ডিসেম্বর ওই গৃহবধূকে ফুঁসলিয়ে একই উপজেলার নাটাই গ্রামের হিরণ মিয়ার বাড়িতে নিয়ে যায় সে। সেখানে তাকে ধর্ষণ করে তানজিন। এ সময় তাদের দেখে ফেলে আরো সাতজন। পরে তাদের হাতেও ধর্ষণের শিকার হয় ওই গৃহবধূ। এরপর তারা ধর্ষিতার স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ প্রেমিক তানজিনসহ ছয়জনকে গ্রেফতার করে। এ সময় ওই গৃহবধূর স্বর্ণালংকারও উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. কবির হোসেন বলেন, তানজিন পূর্ব পরিচিতদের মাধ্যমে সেখানে একটি বাসা ভাড়া নেয়। সেখানেই ধর্ষণের সময় অন্যরা ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ওই বাসার মালিকের স্ত্রীকেও মামলায় আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
Post a Comment