টাইটানিক’র নায়িকা কেট যেসব ছবিতে নগ্ন দৃশ্যে অভিনয় করেছেন
ডিজাস্টার রোমান্টিক চলচ্চিত্র ‘টাইটানিক’ মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে। এই সিনেমার পরিচালক, লেখক ও সহ-প্রযোজক হলেন বিখ্যাত মার্কিন চলচ্চিত্র ব্যক্তিত্ব জেমস ক্যামেরন। মূল চরিত্রে অভিনয় করেছেন লিওনার্ডো ডিক্যাপ্রিও (জ্যাক ডসন) ও কেট উইন্সলেট (রোজ ডিউইট বিউকেটার)। এই ছবিতে আলোড়ন তুলেছিল উইন্সলেটের নগ্ন দৃশ্য।
শুধু এখানেই নয়, আরও অনেক ছবিতেই নগ্ন দৃশ্যে আলোড়ন তুলেছেন কেট। জেনে নেওয়া যাক সেই ছবির নাম ও ছবির দৃশ্য।
‘হেভেনলি ক্রিচার্স’-এটি মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে।
‘জুড’-এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে।
‘হাইডিয়াস কিনকি’-এটি মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে।
‘হোলি স্মোক’-এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৯ সালে।
‘কুইল্স’-এটি মুক্তি পেয়েছিল ২০০০ সালে।
‘আইরিশ’-এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০০১ সালে।
‘লিটল চিল্ড্রেন’-এটি মুক্তি পেয়েছিল ২০০৬ সালে।
‘দ্য রিডার’-এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে।
Post a Comment