সব খবর।

সানি লিওনকেও ছাড়িয়ে গেলেন প্রিয়া

সানি লিওনকেও ছাড়িয়ে গেলেন প্রিয়া

এটি আসলেই অদ্ভূত এক চাহনি। কাজল কালো চোখের সঙ্গে নাচে তার ভ্রু। প্রিয়া প্রকাশের চোখ মারার ভিডিও নিয়ে নতুন করে কিছু বলার নেই। এরপর আরো একটি ভিডিও দিয়েও মাত করেছেন নেট দুনিয়া। পরের টিতে আঙ্গুল দিয়ে গুলি করার ভঙ্গিতে চুম্বন পাঠান প্রিয়া। এই ভিডিওটিও ভাইরাল হয়ে যায়। এক ইশারায়ই স্কুল জীবনের প্রেমের অনেক ঘটনাই দর্শকদের মনে করিয়ে দিয়েছেন এই মালয়ালাম অভিনেত্রী।
প্রিয়া অভিনীত প্রথম মালায়ালাম সিনেমা ওরু আদার লাভ। এই সিনেমার মুক্তিকে সামনে রেখে গত ফেব্রুয়ারিতে ইউটিউবে ‍মুক্তি পায় এর প্রথম গান ‘মানিক্য মালরায়া পুভি’। তারপরের ঘটনার সাক্ষী ইন্টারনেট প্রজন্ম। ঝড়ের বেগে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে ভারতের দক্ষিণী সিনেমার এ অভিনেত্রীর অভিনীত ভিডিও ক্লিপ।
চোখের ইশারা আর হাসির জাদুতে মুগ্ধ হন দর্শক। ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামসহ সবখানেই ভাইরাল হন এ অভিনেত্রী। সেই সুবাধে ভারতে গুগলে সবচেয়ে বেশি খোঁজা ব্যক্তির তালিকায় সানি লিওনকে সরিয়ে শীর্ষ স্থান দখল করেছেন তিনি।
বুধবার প্রকাশিত গুগলের এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। তারপরেই আছেন ড্যান্স পারফর্মার স্বপ্না চৌধুরী। চতুর্থ অবস্থানে প্রিয়াঙ্কা চোপড়া। পঞ্চম স্থানে অভিনেত্রী সোনম কাপুরের স্বামী আনন্দ আহুজা।
সিনেমার দিক থেকে ভারতে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত টু পয়েন্ট জিরো। তার পরেই আছে বাঘি-টু ও রেস-থ্রি। এছাড়া তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে আছে অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার ও ব্ল্যাক প্যান্থার।

Post a Comment

আব্রাম হিন্দু না মুসলিম সময় বলে দেবে

আব্রাম হিন্দু না মুসলিম সময় বলে দেবে বাংলা সিনেমার তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম হিন্দু ধর্ম অনুসরণ করবে নাকি মুসল...

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget