সব খবর।

আব্রাম হিন্দু না মুসলিম সময় বলে দেবে

আব্রাম হিন্দু না মুসলিম সময় বলে দেবে

বাংলা সিনেমার তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম হিন্দু ধর্ম অনুসরণ করবে নাকি মুসলিম ধর্ম অনুসরণ করবে সেটা সময় বলে দেবে বলে মন্তব্য করেছেণ অপু বিশ্বাস। দেশের বেশকিছু সংবাদমাধ্যমে অপু ও আব্রামের ধর্ম নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) তিনি এ মন্তব্য করেন।
অপু বলেন, শাকিবের সঙ্গে বিয়ের পর ধর্মান্তরিত হওয়ার জন্য প্রস্তত থাকলেও তেমন কিছুই হয়নি।
অপু বলেন, অনেক মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে যে, আমি ধর্মান্তরিত হয়েছি। আসলে, তেমন কিছুই হয়নি। আমি সব সময় হিন্দু ধর্মের অনুসারী।


তিনি বলেন, পূজা পালন নিয়ে আমার ভক্তদের মনে হয়তো সংশয় থাকতে পারে। আমি তাদের জন্য বলতে চাই, সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আমার যখন শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে তখন আমি এক ঝলক কাবিননামা দেখে পরে আর তার কোনো হদিস পাইনি। আদালতের মাধ্যমে যেভাবে ধর্মান্তর করা হয় আমার বেলায় সেরকম কিছুই হয়নি। ঈদ এবং ইসলাম ধর্মের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। তবে ঈদ কখনো সেভাবে উদযাপন করিনি।

অপু বিশ্বাস বলেন, কোরবানি ঈদ থেকে শুরু করে কোনো ঈদে কিংবা কোনোদিন আমি গো-মাংস স্পর্শ করিনি। আমার বাসার কাজের লোকদের জন্য আমি খাসি কোরবানির ব্যবস্থা করি।

Post a Comment

আব্রাম হিন্দু না মুসলিম সময় বলে দেবে

আব্রাম হিন্দু না মুসলিম সময় বলে দেবে বাংলা সিনেমার তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম হিন্দু ধর্ম অনুসরণ করবে নাকি মুসল...

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget