সব খবর।

আমি কিন্তু সিঙ্গেল: ইয়ামি

বলিউডে বিয়ের ধুম পড়ে গেছে। এ অবস্থায় বলিউডের যাঁরা এখনো বিয়ে করেননি, প্রায়ই তাঁদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, ‘বিয়ে করছেন কবে?’ কেউ কেউ এ প্রশ্ন শুনে বিব্রত হচ্ছেন। যাঁরা ডুবে ডুবে জল খাচ্ছেন, তাঁরা ভাবছেন, এক্ষুনি বুঝি প্রশ্নকর্তা থলের বেড়ালে হাত দেবে। কেউ আবার ভীষণ চতুর। তাঁদেরই একজন ‘বাত্তি গুল মিটার চালু’ ছবির অন্যতম নায়িকা ইয়ামি গৌতম। এই তারকা জানিয়েছেন, শিগগির ওই পথ মাড়াচ্ছেন না তিনি।
এ বছরের ক্যালেন্ডারে আর কয়টি বিয়ে যুক্ত হচ্ছে? ভারতের শীর্ষস্থানীয় এক দৈনিক এ প্রশ্ন করলে ইয়ামি হেসেই খুন। বললেন, ‘ক্যালেন্ডার তো ভরে গেছে। সেসব নিয়েই গণমাধ্যম ভীষণ ব্যস্ত সময় পার করল। আর তারিখ বাকি কোথায়? আমি কিন্তু সিঙ্গেল, আমাকে বাদ দিন। যত দিন বিয়ে না হচ্ছে, সিঙ্গেলই থাকছি। আর এক্ষুনি বিয়ের পরিকল্পনাও নেই।’

তবে কদিন আগেও সিঙ্গেল ছিলেন না ইয়ামি গৌতম। ‘সনম রে’ ছবির সহশিল্পী পুলকিত সম্রাটের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তাঁর। দুজনেই দাবি করতেন, তাঁরা ‘ঘনিষ্ঠ বন্ধু’। কিন্তু পুলকিতের স্ত্রী শ্বেতা রোহিরা বলতেন ভিন্ন কথা। বিয়ের এক বছরেরও কম সময়ে পুলকিত ও তাঁর সংসারে গন্ডগোল শুরু হয়ে যায়। শ্বেতা এর দায় চাপান ইয়ামির কাঁধে। এই অভিনয়শিল্পীই নাকি তাঁর ঘর ভাঙার জন্য দায়ী। যদিও পুলকিত বলেছিলেন, সংসার ভেঙেছে নিজেদের ভুল-বোঝাবুঝির কারণে। অন্যদিকে ইয়ামির সঙ্গে চালিয়ে নিয়েছেন শুধুই বন্ধুত্বের সম্পর্ক।

ইয়ামিকে শিগগির আবারও দেখা যাবে বড় পর্দায়। আদিত্য ধরের ‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে। এখানে তিনি একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। জানুয়ারির ১১ তারিখে মুক্তি পাবে ছবিটি। হিন্দি ‘সনম রে’, ‘ভিকি ডোনার’ ‘বাত্তি গুল মিটার চালু’ ছাড়াও কর্ণাটকি, তেলেগু, পাঞ্জাবি, মালায়ালাম, তামিলসহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন ইয়ামি গৌতম

Post a Comment

আব্রাম হিন্দু না মুসলিম সময় বলে দেবে

আব্রাম হিন্দু না মুসলিম সময় বলে দেবে বাংলা সিনেমার তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম হিন্দু ধর্ম অনুসরণ করবে নাকি মুসল...

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget