ইমন এবং মম এর সংসারে। স্ত্রী রাগ করে চলে যায় বাবার বাড়ি চিটাগাং। একদিন সকালে ঘরের দরজা খোলা পেয়ে ঢুকে যায় একটা মেয়ে, নাম মাহা। আর ওই বাড়িতে ৪ দিন আটকা পড়ে সে। গল্পের শুরু এখানে।
সারাদিন একা ফাঁকা বাড়িতে রাজত্ব করে মাহা। ফ্রিজ থেকে খাবার খায় । শাওয়ার নেয় । ইমনের স্ত্রী কাপড় পড়ে । গান গায় গান শোনে । সন্ধ্যায় যখন ইমন বাসায় ফেরে মাহা লুকিয়ে থাকে খাটের নিচে। খাটের নিচে তার রাত্রি কাটে । সকালে বুয়া আসে খাটের নিচে ঝাড়ু দেয় কিন্তু মাহাকে দেখতে পায় না । সকালে আবার ইমন অফিস চলে যায় । আর মাহা পেয়ে যায় আবার রাজত্ব । হটাৎ একদিন একটা চোর আসে বাড়িতে। চোর দেখে মাহা লুকিয়ে পড়ে । চোর সব মালামাল চুরি করে । যাবার সময় আলমারি খুলতে যেয়ে দেখে তার ভিতর লুকিয়ে আছে মাহা । মাহাকে দেখে ভয় পায় চোর । চোরের ভয় দেখে সুযোগ বুঝে মাহা তাকে পুলিশের ভয় দেখালে চোর সব মালামাল জায়গা মতো রেখে জীবন বাচায় ।
একদিন সকালে স্ত্রী বাসায় ফেরে এবং মাহা থাকে শাওয়ার নিতে থাকে । ধরা পড়ে মাহা। স্ত্রী মম মাহাকে কে ইমন এর নতুন বউ ভাবে এবং ইমন কে অফিস থেকে বাড়িতে আসতে বলে । বাড়িতে এসে ইমন অবাক হয় । সে চিন্তে পারেনা মাহাকে । ইমন মাহাকে চিন্তে পারে না । ঝগড়া তুমুলে ওঠে । ঠিক তখনি পাশের বাড়ি থেকে মাহার বড় বোন দুলাভাই মাহাকে নিতে আসে । জানা যায় আসল ঘটনা। মাহা একজন মানসিক রোগী। এভাবেই গল্প শেষ হয় ।
নাটকের নাম ‘ইনবিটুইন’। এটি প্রযোজনা করেছে ফিল্ম হকার প্রডাকশন। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন মুরাদ পারভেজ। অভিনয়ে নাইমা মাহা, ইমন, মম , নুসরাত সাবরিনা, সামিয়া নাহি,রাহুল, শাহাদাত হোসেন সাগর প্রমূখ। খুব শিগগিরই নাটকটি বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচার হবে।
Post a Comment