BD 24 HOURS BARTA

সব খবর।

Latest Post

আব্রাম হিন্দু না মুসলিম সময় বলে দেবে

বাংলা সিনেমার তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম হিন্দু ধর্ম অনুসরণ করবে নাকি মুসলিম ধর্ম অনুসরণ করবে সেটা সময় বলে দেবে বলে মন্তব্য করেছেণ অপু বিশ্বাস। দেশের বেশকিছু সংবাদমাধ্যমে অপু ও আব্রামের ধর্ম নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) তিনি এ মন্তব্য করেন।
অপু বলেন, শাকিবের সঙ্গে বিয়ের পর ধর্মান্তরিত হওয়ার জন্য প্রস্তত থাকলেও তেমন কিছুই হয়নি।
অপু বলেন, অনেক মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে যে, আমি ধর্মান্তরিত হয়েছি। আসলে, তেমন কিছুই হয়নি। আমি সব সময় হিন্দু ধর্মের অনুসারী।


তিনি বলেন, পূজা পালন নিয়ে আমার ভক্তদের মনে হয়তো সংশয় থাকতে পারে। আমি তাদের জন্য বলতে চাই, সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আমার যখন শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে তখন আমি এক ঝলক কাবিননামা দেখে পরে আর তার কোনো হদিস পাইনি। আদালতের মাধ্যমে যেভাবে ধর্মান্তর করা হয় আমার বেলায় সেরকম কিছুই হয়নি। ঈদ এবং ইসলাম ধর্মের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। তবে ঈদ কখনো সেভাবে উদযাপন করিনি।

অপু বিশ্বাস বলেন, কোরবানি ঈদ থেকে শুরু করে কোনো ঈদে কিংবা কোনোদিন আমি গো-মাংস স্পর্শ করিনি। আমার বাসার কাজের লোকদের জন্য আমি খাসি কোরবানির ব্যবস্থা করি।

বনানীর অগ্নিকাণ্ডে সাতজন নিহত, সংখ্যা বাড়ার আশঙ্কা


রাজধানীর বনানীর বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন শ্রীলঙ্কান নাগরিকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন, হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও অন্তত ৫৩ জনকে।
নিহত ব্যক্তিরা হলেন পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।
কুর্মিটোলা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুননবী জানান, অন্তত ৩০ জনকে তার হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে নিরস চন্দ্র নামের এক শ্রীলঙ্কান নাগরিককে মৃত ঘোষণা করা হয়েছে। তিনি ভবন থেকে লাফিয়ে পড়েছিলেন। মৃত অবস্থায় তাকে হাসপাতাল আনা হয়।
ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. সামন্তলাল সেন জানান, ঢাকা মেডিকল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ'র শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফারুকীকে (৩২) মৃত ঘোষণা করা হয়। 
এদিকে ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা ডা. সাগুফা আনোয়ার কালের কণ্ঠকে জানিয়েছেন, ইউনাইটেড হাসপাতালে তিনজন মৃত অবস্থায় পৌঁছায়। আর ২৩ জন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। মৃত ব্যক্তিরা হলেন মামুন, মাকসুদুর ও মনির।
অগ্নিকাণ্ডের ঘটনায় স্থাপিত বনানী থানার কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আমেনা মারা গেছেন অ্যাপোলো হাসপাতালে আর পারভেজ সাজ্জাদ বনানী ক্লিনিকে।
এদিকে, ভবনের ভেতর আটকা পড়েছেন অনেকে। জীবন রক্ষার্থে অনেকে ভবনের ছাদেও আশ্রয় নিয়েছে। পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনায় যোগ দিয়েছে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস।

নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে বলে জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ করতে আসা কয়েকজন বিদেশী পর্যবেক্ষক। রোববার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে পরিদর্শনের সময় তারা এ মন্তব্য করেন। নির্বাচন পর্যবেক্ষক সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আট সদস্যের একটি প্রতিনিধি দলের কানাডীয় পর্যবেক্ষক তানিয়া ফস্টার সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত পাঁচটি কেন্দ্র ঘুরেছেন তিনি।
শান্তিপূর্ণভাবে নির্বাচন হতে দেখেছেন উল্লেখ করে তিনি বলেন, মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন, নিজেদের ক্ষমতায়িত মনে করছেন তারা। ফস্টার এই প্রথম বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে এসেছেন বলে জানান সাংবাদিকদের। ভারতের পর্যবেক্ষক গৌতম ঘোষ বলেন, ভারতের নির্বাচনের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের মিল রয়েছে। নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণ হচ্ছে বলে জানান তিনি।

প্রিয়ার চোখের ইশারা ঘুম কেড়েছিল। কখনও আবার ড্যান্সি আঙ্কেলের নাচ। একের পর এক এমন ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর কী কী রয়েছে এই তালিকায়। দেখে নিন এক ঝলকে।

চায়ে পি লো: চা খেতে বলেছেন মহিলা। গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে মহিলা সোশ্যাল মিডিয়ায় তাঁর বন্ধুদের উদ্দেশ্যে বলছেন চা খাওয়ার জন্য। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল।

দীপক কালাল: তাঁর অদ্ভূত ছবি, অদ্ভূত অদ্ভূত পোশাক পরে ভিডিয়ো-ছবি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ভাইরাল হয়েছেন। সম্প্রতি রাখি সবন্তের সঙ্গে তাঁর বিয়ের খবরও ভাইরাল হয়।
ড্যান্সিং আঙ্কেল: তিনি ইন্টারনেটের ডান্সিং সেনশেসন। গোবিন্দার গানে নেচে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন মধ্যপ্রদেশের সঞ্জীব শ্রীবাস্তব। আবারও তিনি হাজির। মিঠুন চক্রবর্তীর ‘জুলি জুলি’ গানের নাচ নেচে ভাইরাল ৪৬ বছর বয়সী ‘ডান্সিং আঙ্কল’।

হামিদ সফি: এগারো বছরের পাকিস্তানী ছেলেটা কলেজে দাপটের সঙ্গে পড়াচ্ছে। তার অসাধারণ বক্তব্য রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
প্রিয়া প্রকাশ ভেরিয়ার: তাঁর চোখের ইশারায় নিয়ন্ত্রণ হারিয়েছিল যুব-হৃদয়। অষ্টাদশী প্রিয়া প্রকাশ ভেরিয়ারের সেই চোখের ইশারা রীতিমতো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

বলিউডে বিয়ের ধুম পড়ে গেছে। এ অবস্থায় বলিউডের যাঁরা এখনো বিয়ে করেননি, প্রায়ই তাঁদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, ‘বিয়ে করছেন কবে?’ কেউ কেউ এ প্রশ্ন শুনে বিব্রত হচ্ছেন। যাঁরা ডুবে ডুবে জল খাচ্ছেন, তাঁরা ভাবছেন, এক্ষুনি বুঝি প্রশ্নকর্তা থলের বেড়ালে হাত দেবে। কেউ আবার ভীষণ চতুর। তাঁদেরই একজন ‘বাত্তি গুল মিটার চালু’ ছবির অন্যতম নায়িকা ইয়ামি গৌতম। এই তারকা জানিয়েছেন, শিগগির ওই পথ মাড়াচ্ছেন না তিনি।
এ বছরের ক্যালেন্ডারে আর কয়টি বিয়ে যুক্ত হচ্ছে? ভারতের শীর্ষস্থানীয় এক দৈনিক এ প্রশ্ন করলে ইয়ামি হেসেই খুন। বললেন, ‘ক্যালেন্ডার তো ভরে গেছে। সেসব নিয়েই গণমাধ্যম ভীষণ ব্যস্ত সময় পার করল। আর তারিখ বাকি কোথায়? আমি কিন্তু সিঙ্গেল, আমাকে বাদ দিন। যত দিন বিয়ে না হচ্ছে, সিঙ্গেলই থাকছি। আর এক্ষুনি বিয়ের পরিকল্পনাও নেই।’

তবে কদিন আগেও সিঙ্গেল ছিলেন না ইয়ামি গৌতম। ‘সনম রে’ ছবির সহশিল্পী পুলকিত সম্রাটের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তাঁর। দুজনেই দাবি করতেন, তাঁরা ‘ঘনিষ্ঠ বন্ধু’। কিন্তু পুলকিতের স্ত্রী শ্বেতা রোহিরা বলতেন ভিন্ন কথা। বিয়ের এক বছরেরও কম সময়ে পুলকিত ও তাঁর সংসারে গন্ডগোল শুরু হয়ে যায়। শ্বেতা এর দায় চাপান ইয়ামির কাঁধে। এই অভিনয়শিল্পীই নাকি তাঁর ঘর ভাঙার জন্য দায়ী। যদিও পুলকিত বলেছিলেন, সংসার ভেঙেছে নিজেদের ভুল-বোঝাবুঝির কারণে। অন্যদিকে ইয়ামির সঙ্গে চালিয়ে নিয়েছেন শুধুই বন্ধুত্বের সম্পর্ক।

ইয়ামিকে শিগগির আবারও দেখা যাবে বড় পর্দায়। আদিত্য ধরের ‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে। এখানে তিনি একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। জানুয়ারির ১১ তারিখে মুক্তি পাবে ছবিটি। হিন্দি ‘সনম রে’, ‘ভিকি ডোনার’ ‘বাত্তি গুল মিটার চালু’ ছাড়াও কর্ণাটকি, তেলেগু, পাঞ্জাবি, মালায়ালাম, তামিলসহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন ইয়ামি গৌতম

জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে গেছে। বাক্যগুলো এতটাই তিক্ত ছিল যে, শেষ পর্যন্ত ঐক্যফ্রন্টের নেতারা ক্ষুব্ধ হয়ে নির্বাচন কমিশনে (ইসি) কোনো অভিযোগ জমা না দিয়ে চলে যান।
আলোচনায় সিইসি ও ড. কামাল, দুজনই ছিলেন আক্রমণাত্মক। এ পর্যায়ে অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সচিব সিইসিকে শান্ত করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত ঐক্যফ্রন্টের নেতারা সভা বর্জনের মধ্য দিয়ে ঘটনার ইতি ঘটান। সিইসি, কমিশনার বা কমিশন সচিবালয়ের কর্মকর্তারাও তাঁদের আটকানোর কোনো চেষ্টা করেননি।
এর আগে ড. কামাল যতবার ইসিতে গিয়েছিলেন, প্রতিবারই গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু আজ মঙ্গলবার দুপুরের এই ঘটনার পর তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। তাঁর বদলে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা।
এ বিষয়ে আজ বিকেলে সিইসির কাছে জানতে চাইলে তিনি বলেন, সচিবকে প্রশ্ন করেন। সচিবকে প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করেননি।
ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচন কমিশনে গিয়েছিলেন সারা দেশে তাঁদের প্রার্থী ও নেতা-কর্মীদের ওপর হামলার বিষয়ে অভিযোগ জমা দিতে। একই সঙ্গে তাঁরা চারজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানান। এই চার কর্মকর্তা হলেন—কেরানীগঞ্জের একজন সাব-ইন্সপেক্টর, ঢাকার ডিবি পুলিশের একজন ওসি এবং কুমিল্লার মুরাদনগর ও নাঙ্গলকোট থানার ওসি।
বৈঠকে থাকা একাধিক সূত্র জানায়, বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, গণফোরামের মহাসচিব মোস্তফা মোহসীন মন্টু তাঁদের প্রচারে হামলার বিবরণ দেন। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনও বিভিন্ন জায়গায় পুলিশের ভূমিকার কথা তুলে ধরেন। একপর্যায়ে সিইসি জানতে চান, কোথায় পুলিশ বাধা দিচ্ছে? পোস্টার ছিঁড়ে ফেলছে? তিনি তাঁকে সেখানে নিয়ে যেতে ঐক্যফ্রন্টের নেতাদের বলেন। এ সময় তিনি পুলিশের ভূমিকার প্রশংসাও করেন।
এর জবাবে ড. কামাল সিইসির উদ্দেশে বলেন, ‘সিইসি বিচারকের ভূমিকায় থাকবেন। বিচারক সাক্ষ্য গ্রহণ করবেন। তিনি ডাকলে সাক্ষীরা তাঁর কাছে হাজির হবেন। অথচ আপনি তা না করে পুলিশের পক্ষ নিচ্ছেন।’
ড. কামালের এই কথায় বৈঠকে উত্তাপ ছড়ায়। একপর্যায়ে ড. কামাল হোসেন সিইসির উদ্দেশে হাতজোড় করে বলেন, ‘বঙ্গবন্ধু সোনার বাংলা দিয়ে গেছেন। তাকে আপনি রক্ষা করেন। আপনি ৩/৪ দিনের মধ্যে কিছু একটা করেন।’
মির্জা আব্বাস সিইসির উদ্দেশে বলেন, ‘আমি কারও কাছে অভিযোগ নিয়ে যাই না। অন্যরাই আমার কাছে অভিযোগ নিয়ে আসে। আমি সালিস করি। আজ আমি নিজেই আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছি, কিছু একটা করেন।’
আব্দুল মঈন খান বলেন,‘ আমি তো কাউকে কিছু বলি না। ভদ্রলোকের মতো নির্বাচন করতে এসেছি। কিন্তু আমার সামনে আমার সেকেন্ডম্যানকে মেরে হাসপাতাল পাঠিয়ে দিয়েছে। বয়সের কারণে প্রতিরোধও করতে পারিনি।’
বৈঠক শেষে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘সিইসি কামাল হোসেনকে অ্যাটাক করে কথা বলেছেন। সিইসি আউটবার্স্ট করেছেন। পুলিশকে ডিফেন্ড করতে গিয়ে হি ওয়াজ রিয়েলি অ্যাগ্রেসিভ। কামাল হোসেনকে বলেছেন, “আপনি নিজেকে কী মনে করেন?” কামাল হোসেনকে অ্যাটাক করায় আমরা খুব আপসেট।’

গাঁজা খাওয়ার অনুমতি চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি বরাবর লিখিত আবেদন করেছেন ওই বিভাগের এক ছাত্র। লিখিত আবেদনপত্রে সে উল্লেখ করেছে- গাঁজা খুব ভালো জিনিস, তাই তাকে গাঁজা খাওয়ার অনুমতি দেয়া হোক।
সোমবার বিভাগের সভাপতি অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র কিশোর কুমার দাস এ আবেদন করে। তিনি ৪১তম ব্যাচের ছাত্র হলেও রিপিটার হয়ে ৪৩ ব্যাচের সঙ্গে ক্লাস করছেন। তিনি মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র। তবে বর্তমান তিনি ক্যাম্পাসের বাইরে থাকেন।
বিভাগীয় সূত্রে জানা যায়, ওই ছাত্র বিভাগে একবার গাঁজাসহ ধরা পড়েন। তখন বিভাগ থেকে তাকে সতর্ক করা হয়। তারপরে সে বিভাগের সভাপতির কাছে গাঁজা খাওয়ার অনুমতি চেয়ে আবেদন করে।
এ বিষয়ে বিভাগের সভাপতি বলেন, কিশোর কুমার দাস আমার কাছে গাঁজা সেবনের অনুমতি চেয়ে লিখিত অনুমতি চেয়েছে। তবে আমি তার আবেদনটি প্রক্টরের বরাবর হস্তান্তর করেছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সিকাদার মো. জুলকারনাইন যুগান্তরকে বলেন, ‘পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষার হলে তাকে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। এমতাবস্থায় তাকে প্রক্টর অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সে আমাদেরকে বলেছে, ‘গাঁজা অনেক উপকারী। গাঁজা খেলে আমার পরীক্ষা ভালো হয়। তাছাড়া গাঁজা খাওয়া স্বাস্থ্যের জন্যও ভালো। তাই আমাকে হয় গাঁজা খাওয়ার অনুমতি দিন, না হয় আমাকে শাস্তি দিন।’
প্রক্টর আরও বলেন, এরপর আমরা তাকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে বুঝতে পারি। তাকে রিহাবে নেয়ার প্রস্তাব দিলে সে আমাদের ওপর আচমকা রেগে যায়। এজন্য প্রশাসনিক নিয়ম অনুযায়ী তার পুনর্বাসনের জন্য পরিবারের কাছে হস্তান্তরের চিন্তা করছি।’
ওই ছাত্রের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ
এদিকে সোমবার ওই বিভাগের সভাপতির কাছে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী কিশোর কুমার দাসের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ দিয়েছে। পরে অভিযোগপত্রটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে পাঠানো হয়েছে।
অভিযোগপত্রে ওই ছাত্রী উল্লেখ করে ‘কিশোর কুমার দাস রোববার দুপুরে বিভাগের ছাদে আমাকে যৌন হয়রানিমূলক অশালীন কথাবার্তা বলে। এই ঘটনায় প্রতিবাদ করলে আমাকে দেখে নেয়ার হুমকি দেয়। এই অবস্থায় আমি বিভাগে যাতায়াতের জন্য অনিরাপদ বোধ করছি।’
বিশ্ববিদ্যালয়ের যৌন নিপিড়নবিরোধী সেলের পরিচালক অধ্যাপক রাশেদা আখতার বলেন, ওই ছাত্র মাদকাসক্ত। তার কথাবার্তা অসংলগ্ন। আমরা তাকে পুলিশে দেয়ার চিন্তা করছি

আব্রাম হিন্দু না মুসলিম সময় বলে দেবে

আব্রাম হিন্দু না মুসলিম সময় বলে দেবে বাংলা সিনেমার তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম হিন্দু ধর্ম অনুসরণ করবে নাকি মুসল...

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget